ইসলামী নববর্ষ হউক শুভময় এবং আনন্দের
মুফতি আবু মুহাম্মদ খালিদ কাওসার শাহনগরী
সকালের সূর্য যখন উদয় হয় রাত্রি আত্মগোপন করে, রাতের তিমির এসে দিনের অস্তিত্বকে বিলীন করে দেয়। উদয় হয় নতূন চাঁদ, সূচনা হয় নতূন এক ইসলামী বছরের । এভাবে রাত আসে দিন যায়, মাস আসে বছর যায় আর এই নিয়মই বার্তাবয়ে আনে সমগ্র জাহানের অস্থিত্ব বীলিন হওয়ার। আমদেরকে স্মরণ করে দেয় যে, এক দিন আমদেরকেও চলে যেতে হবে এ পৃথীবি ছেড়ে। বিগত বছরের বিদায়, নতূন বছরের শুভাগমন আমাদেরকে জানিয়ে দেয় মৃত্যূর সংবাদ। Continue reading